নারায়ণগঞ্জ প্রতিনিধ : নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার কদমতলী এলাকার ফারুকুল ইসলাম ফারুক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন দণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ওহিদুজ্জামান রনি, যাবজ্জীবনপ্রাপ্ত নুসরাত জাহান নুপুর। এছাড়া দুই আসামির প্রত্যেকেকে বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মামলার আরেক আসামি তারিকুল ইসলাম তারেককে সাত বছরের জেল ও পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। অপর আসামি রুবিনা বেগম রাবেয়াকে খালাস দেয়া হয়েছে।

মামলায় ৩২ জন স্বাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়- ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে ফারুক ঢাকার লালবাগের কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পূর্ব গোরান এলাকায় আসলে আসামিরা পরিকল্পিতভাবে ফারুককে হত্যা করে লাশ দ্বিখণ্ডিত করে ফেলেন।এ ঘটনায় মতিঝিল থানার এসআই জামাল উদ্দিন একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

(ওএস/এটিআর/জুন ২৩, ২০১৪)