আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ফাঁসির রায় প্রদানকারী বিচারককে অপহরণের পর হত্যা করেছে আইএসআইএলের জঙ্গিরা।

বিচারক রউফ আবদুল রহমান ২০০৬ সালে ওই রায় ঘোষণা করেছিলেন। এই কারণে তার প্রতি সুন্নি সমপ্রদায়ের ব্যাপক ক্ষোভ ছিল। রবিবার ডেইলি মেইল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, বিচারকের হত্যার খবর নিশ্চিত করেনি ইরাক সরকার। তবে তারা গত সপ্তাহে তাকে অপহরণ করা হয়েছে বলে যে খবর বেরিয়েছিল তা অস্বীকার করেনি।

ধারণা করা হচ্ছে, গত ১৬ জুন ৬৯ বছর বয়সী বিচারক রউফ আবদুল রহমান আটক করা হয়েছিল। এর দু দিন পর তাকে হত্যা করে বিদ্রোহীরা।

আল-মেসিরুন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, জর্দানের সংসদ সদস্য খলিলি আতেহ তার ফেসবুকে লিখেছেন, ‘ইরাকের বিদ্রোহী গোষ্ঠি তাকে আটক করেছে এবং সাদ্দম হোসেন শহীদ হওয়ার ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।’

(ওএস/এটিআর/জুন ২৩, ২০১৪)