স্টাফ রিপোর্টার : স্বর্ণের চেইন, নগদ টাকা, মোবাইল ফোন ও ঘড়ি ছিনতাই এবং চাঁদা দাবিসহ ১২টি মামলায় হাজিরা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সোমবার দুপুরে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দীলিপ কুমার ভৌমিক ও অতিরিক্ত দায়রা জজ মাহাবুবুর রহমান এবং ম্যাজিস্ট্রেট শওকত হোসেনের আদালতে স্ব-শরীরে উপস্থিত থেকে তিনি হাজিরা দেন।

মিলনের আইনজীবী অ্যাড. কামরুল ইসলাম জানান, এ মামলাগুলোর মধ্যে কোর্ট পরিবর্তনের কারণে দুইটি মামলার চার্জ গঠনের শুনানি হয়েছে এবং অপর একটি মামলায় জামিন চাইতে হয়েছে। এছাড়া অন্যগুলোতে নিয়মিত হাজিরা দিয়েছেন তিনি।

মিলনের বিরুদ্ধে তার নির্বাচনী চাঁদপুর-১ কচুয়া থানা ও চাঁদপুর কোর্টে মোট ৩৬টি বিভিন্ন প্রকারের মামলা রয়েছে। মিলন ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতার হওয়ার পর ৪৪৯দিন কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন কুমিল্লা কারাগার থেকে মুক্তি প‍ান।

(ওএস/এটিআর/জুন ২৩, ২০১৪)