সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া বলেছেন, আমরা সুন্দর একটি দেশে বসবাস করছি। সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ ও মাদক মুক্ত সমাজ গড়ার দায়ভার আমাদের সকলের। স্কুল-কলেজ শিক্ষার্থীদের সঠিক পথ দেখানোর দায়িত্ব শিক্ষকদের। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি ভাল হয়, সেখানকার ছেলে-মেয়েরাও সুন্দর জীবন তৈরি করা সুযোগ পায়।

মঙ্গলবার ফরিদপুরের সালথা উপজেলা যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ ও মাদক মুক্ত গঠনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরো বলেন, তোমাদেরকে ভাল মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। তোমরা আমার মতো ডিসি হবে। ভাল মন নিয়ে পড়া লেখা করে এসপি, ইউএনও, ডাক্তার, ইঞ্জিনিয়র, চেয়ারম্যান হবে। তোমরাই আগামী দিনে জনসেবা করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অত্র কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফার রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ একেএম আমিনুল হক, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

(এএনএইচ/এএস/জুন ১৪, ২০১৭)