নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী পপি খাতুন (১২)।

জানা গেছে, উপজেলার গন্ডগোহালী গ্রামের আব্দুল জলিলের কন্যা ও গন্ডগোহালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী পপি খাতুন (১২) এর সঙ্গে একই উপজেলার হাটুরিয়া দক্ষিণপাড়া গ্রামের আজাহার আলীর পুত্র ইমরান হোসেন (১৫) এর বিয়ে ঠিক হয়। সোমবার বিয়ের দিন তারিখ অনুযায়ী কন্যাপক্ষের বাড়িতে আয়োজন শুরু হয়। এরই মাঝে বিষয়টি জানতে পেরে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি সোমবার এ বিয়েটি বন্ধ করে দেন। ফলে রক্ষা পেল বাল্যবিয়ে থেকে ৫ম শ্রেণীর এ ছাত্রীটি। বিষয়টি এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্যের সৃষ্টি করেছে।
(বিএম/এএস/জুন ২৩, ২০১৪)