কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাওনা গ্রামের মৃত মুজিবুর রহমানের পুত্র রফিকুল ইসলাম (৫০) রবিবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া মজুমদার সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্কোরণে রফিকসহ ১৪জন আহত হয়। তাদেরকে ফেনী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র্বান ইউনিটে ভর্তি করা হয়। 

রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলামের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ফেনী শহরের বাখরাবাদ গ্যাস কোম্পানীতে গ্যাস টেকনেশিয়ান কর্মকর্তা হিসেবে চাকুরী করত।
রবিবার ফেনীর ছাগলনাইয়া মজুমদার ফিলিং ষ্টেশনে যান্ত্রিক ক্রটি মেরামত করার সময় সিনন্ডার বিস্কোরণ ঘটে আগুন লেগে ৩ কর্মকর্তাসহ ১৪জন আহত হয়। সোমবার হোসেনপুর উপজেলার কাওনা নিজ গ্রামে নিহত রফিকের লাশ পৌছলে এলাকায় শোকের নেমে আসে। নিহত ছেলে জানান আমিরুল ইসলাম হিমেল জানান, গত শনিবার বাবা ও দাদার জন্য সারা রমজানের বাজার করে দিয়ে যায়। ঈদের সময় বাড়িতে আসবে বলে সকলের বিদায় ফেনীতে চলে যায়। কিন্তু রমজানের আগে বাড়ি ফিরল লাশ হয়ে।
(পিকেএস/এএস/জুন ২৩, ২০১৪)