বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নে পূর্ব গুদিঘাটা গ্রামে জোর করে জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের ১০০ থেকে ১৫০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। যার বর্তমান বাজার মূল্য লক্ষাধিক টাকা।

জমির মালিক আবদুর রশিদ হাওলাদারের মেয়ে হাসিনা অভিযোগ করে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে এই জমি ভোগদখল করে আসছে। হঠাৎ করে আমার চাচা আবদুল হামিদ জোর করে জমি দখল করতে আসে। আমার বৃদ্ধ বাবা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা। হামিদ তার ছেলে মোশারফ, স্বপন ও নাতী শাহীনকে নিয়ে বাগানের চাম্বল, রেন্টি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে।’
ক্ষতিগ্রস্ত খলিলুর রহমান জানান, শুধু রশিদ হাওলাদারের জমিই নয়, আবদুল হামিদ আমার বাগানের গাছও কেটেছে। হামিদ তার ছেলে ও নাতীরা প্রতিনিয়ত জীবন নাশের হুমকি দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।’
এ বিষয়ে বরগুনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে তিনি জানান।
(এমএইচ/এএস/জুন ২৩, ২০১৪)