পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী নৌ-বন্দরের ইজারা পাওয়ায় ইজারাদারের লোকজনের উপরে হামলা করেছে প্রতিপক্ষ হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে। আজ সকালে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, গত ১৫ জুন পটুয়াখালী নৌ-বন্দরের ইজারা প্রদান করা হয়। এ বছর এস এম ফারুক হোসেন বন্দরের ইজারা পাওয়ায় ক্ষুব্ধ হয় প্রতিপক্ষ। এ নিয়ে আজ সকালে আদালত পাড়াস্থ রনি গাজী নামের এক ব্যক্তি লঞ্চ ঘাট এলাকায় এসে ইজারাদার এস এম ফারুক হোসেন ও তার লোকজনকে গালাগালি করে।

বিষয়টি বন্দরের শ্রমিকআলমগীরের গোচরে এলে সে রনি গাজীকে গালাগালি করতে বারন করে এক পর্যায়ে রনি গাজী ক্ষিপ্ত হয়ে এম ভি সুন্দরবন লঞ্চের বুকিং অফিসে থাকা একটি লোহার পাইপ দিয়ে আলমগীরকে আঘাত করে। পরে স্থানীয়রা রনি গাজীকে পুলিশের হাতে সোপর্দ করে এবং আলমগীরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতলে নিয়ে যায়।

এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে লঞ্চঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

(এসডি/এসপি/জুন ১৬, ২০১৭)