গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে আমিনুল ইসলাম নামে এক অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী শাহ আলমসহ (৪০) আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি শাহ আলম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে আমিনুল ইসলামকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে পলাশবাড়ীর কিশোরগাড়ি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক সাগর মিয়া ও তার স্ত্রী এবং অপহরণকারী শাহ আলমকে গ্রেফতার করা হয়। শাহ আলমের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কাঁচদহ গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ আরও জানায়, শাহ আলমের নামে সিলেটের দক্ষিণ সুরমা, রাজশাহীর মোহনপুর এবং জয়পুরহাট সদরসহ বিভিন্ন থানায় আটটি ডাকাতি ও দুটি চাঁদাবাজির মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

(ওএস/এসপি/জুন ১৬, ২০১৭)