স্টাফ রিপোর্টার : দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন চলছে। যে শাসন মুক্তিযুদ্ধের পরিপন্থী। এর থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আর বেরিয়ে আসার একমাত্র পথ সহায়ক সরকারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।

শুক্রবার চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। এর থেকে বেরিয়ে আসার একমাত্র পথ সহায়ক সরকারের মাধ্যমে একটি গ্রহণ যোগ্য জাতীয় নির্বাচন। আর সেটি হলেই কেবলমাত্র দেশের চলমান সংকট কেটে যাবে।

বিএনপির এ নেতা বলেন, সহায়ক সরকার প্রতিষ্ঠার জন্য দুটি পথ খোলা আছে। একটি আলোচনা, অন্যটি আন্দোলন। প্রথমটি বিএনপি প্রত্যাশা করে। দ্বিতীয়টি বাঙালি জাতির বড় প্রিয় আন্দোলন। এখন সরকার যে পথ বেছে নেবে জাতি সেইভাবেই এগুবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলার সভাপতিত্বে বিএনপি নেতা শহিদুল কাউনাইন টিলু, সরদার আলী হোসেন, মজু, শহিদুল ইসলাম রতন, আবু জাফর মন্টু, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ১৬, ২০১৭)