স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিভাগের তিন জেলায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, অতিবৃষ্টি হলে পাহাড় ধসে পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু তার আগে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সতর্ক বার্তা সংশ্লিষ্ট অঞ্চলে দেয়া হয়নি। বরং আমরা সেখানে সরকারের অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। দেশে সুশাসনের অভাব ও জববাদিহিতা না থাকার কারণে এটি হয়েছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘১৬ জুন গণমাধ্যমের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খসরু এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, কোনোভাবেই গণতন্ত্র ও গণমাধ্যম আলাদা হতে পারে না। আজ বাংলাদেশে সেই গণমাধ্যমের স্বাধীনতা শুধু প্রশ্নবিদ্ধ নয়, বাধাগ্রস্ত করা হচ্ছে। এই সংবিধান পরিপন্থি কাজ করছে ভোটবিহীন এই অবৈধ সরকার।

‘স্বৈরাচারী সরকার প্রথম জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, তারপর এক এক করে সব অধিকার কেড়ে নেয়। যা বর্তমান সরকার করছে।’

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু।

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

(ওএস/এএস/জুন ১৬, ২০১৭)