কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অস্বাভাবিক পন্থায় সরকার পরিবর্তনের চক্রান্ত অনুসরণ করে যাচ্ছেন। তিনি শুধু হুমকি দিচ্ছেন কিন্তু নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দিতে পারেননি।

শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কাকে নিলে নির্বাচন হবে, কাকে নিলে নির্বাচন হবে না বিএনপির এমন হুমকি দেওয়ার অর্থ হচ্ছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছেন এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতা কর্মীরা।

পরে তথ্যমন্ত্রী হাসানুল ইনু ভেড়ামারা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভায় যোগ দেন।

(ওএস/এএস/জুন ১৬, ২০১৭)