বরিশাল প্রতিনিধি : সম্মান চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি কমানোর দাবিতে টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে।

শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ করাকে কেন্দ্র করে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার ক্যাম্পাসে এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতরা হলেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র উজ্জল কুমার, একই বিভাগের পলাশ খান ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অভিজিৎ রায়। তাদের সদর হাসপাতালে চিকিৎসার দেওয়া হচ্ছে।

দুপুর দেড়টার সময় পুলিশ তাদের সড়কের ওপর থেকে সরিয়ে দিতে চাইলে শিক্ষার্থীরা ফের বেরিক্যাড দিয়ে বসেন। এরপর পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে সরিয়ে দেবার চেষ্টা করলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের লাঠির আঘাতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহত হন। পরে কলেজ অধ্যক্ষ, উপাধ্যাক্ষসহ শিক্ষকরা এসে শিক্ষার্থীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা দুই ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখার কারণে যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটে। বারবার বলা পরও তারা সড়ক থেকে সরেননি। এরপর তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।