পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় থেকে দিনাজপুর-পার্বতীপুর রুটে ব্রডগেজ লাইনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় রেলস্টেশনে এক উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী মুজিবুল হক একতা এবং দ্রুতযান নামে দুটি শাটল ট্রেন উদ্বোধন করেন।

রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক (পশ্চিম) খায়রুল আলম, স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, নাজুমল হক প্রধান, ঠাকুরগাঁও-৩ এর সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বক্তৃতা করেন।

অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী মুজিবুল হক ফিতা কেটে এবং রেল পরিচালকের কাছে পতাকা হস্তান্তর করে ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেন, বর্তমান সরকার বরাদ্দ বাড়িয়ে রেলের আধুনিকায়নে ব্যাপক উন্নয়ন সাধন করছে। আর বিএনপির বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে রেললাইন ধ্বংস করেছেন। রেল বিভাগের কোটি টাকার সম্পদ জ্বালিয়ে দিয়েছেন। আন্দোলনের নামে নাশকতা চালিয়ে রেলের ব্যাপক ক্ষতি করেছে।

তিনি বলেন, উন্নত বিশ্বের রেলপথের মত বাংলাদেশের রেলপথ গড়ে তোলা হবে। এজন্য দেশের জরাজীর্ণ রেললাইন সংস্কার এবং আধুনিকায়নে রুপান্তর করা হচ্ছে।

পঞ্চগড়-ঠাকুরগাঁও-পার্বতীপুর রুটে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেনের পরিবর্তে শাটল ট্রেন সম্পর্কে মন্ত্রী বলেন, আপনারা মহাজোট সরকারকে ভোট দেন আপনাদের সরাসরি ট্রেন দেয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীকে ভোট দিয়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের ৫টি সংসদীয় আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার আহ্বান জানান রেলমন্ত্রী।

(ওএস/এসপি/জুন ১৭, ২০১৭)