কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি’র অংশগ্রহন ছাড়া নির্বাচন বানচাল অতীতেও হয়নি এখনও হবে না বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

মন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য নির্বাচন নয়। যে কোন পন্থায় ক্ষমতায় যাওয়াই তার উদ্দেশ্য। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, কেউ যদি নির্বাচনে না আসেন তাহলে নির্বাচন হবে না এটি একটি অগণতান্ত্রিক কথা। সাংবিধানিক সরকারের বিকল্প সহায়ক সরকারের প্রস্তাব বিএনপির অগনাতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, নির্বাচন হালালের সার্টিফিকেট প্রদান করার ক্ষমতা বিএনপির নেই। বিএনপির এসব ফাঁকাবুলি ও হুমকিতে কান না দেয়ার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ দলীয় নেতৃবৃন্দ।

(কেকে/এএস/জুন ১৭, ২০১৭)