কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, “জামায়াতের নিবন্ধনই বাতিল হয়ে গেছে, জামায়াত রাজনৈতিক ভাবে আনুষ্ঠানিক নিষিদ্ধ না হলেও অনানুষ্ঠানিক নিষিদ্ধ হয়ে গেছে। জনগনের কাছে জামায়াত এখন ঘৃনিত সংগঠন, এরপরে এই দলের আর কোন অস্তিত্ব খুজে পাওয়া যাবে না, এটা বিলুপ্তির পথে”।

শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোপালপুর ঈদগাহ ময়দানে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতসহ কোন প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের অংশ গ্রহনে সাংবিধানিক সুযোগ নেই।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি কি করবে এটা তাদের নিজস্ব রানৈতিক বিষয়। তবে আমরা বলেছি আগামী নির্বাচন সংবিধানের মধ্যে থেকেই হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হাজ্বি রবিউল ইসলাম, তাইজাল আলী খান প্রমুখ।

(কেকে/এএস/জুন ১৭, ২০১৭)