হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জের ছাগলকাটি জলমহালের ইজারা প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলেরা। রবিবার পুরাতন ব্রীজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে ডিবি রোডে মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। রামজীবন ইউনিয়নের ভবানীপুরের মৎস্যজীবি সমিতি এসব কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মৎস্যজীবির সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ও সাধারণ সম্পাদক সুধীন দাস। সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, আবু বকর সিদ্দিক, সুকুমার চন্দ্র মোদক, সাদেকুল ইসলাম গোলাপ, প্রবীর চক্রবর্ত্তী প্রমুখ।

বক্তারা বলেন, ভবানীপুর মৎস্যজীবি সমিতি কয়েক যুগ ধরে গারখান ছাগলকাটি জলমহাল ইজারা নিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে। সমিতির সদস্যরা সবাই প্রকৃত জেলে হলেও গত বছর চৈত্র মাসে বাজারপাড়া মৎস্যজীবি সমিতির নামে একটি ভুইফোড় সংগঠনকে প্রশাসন জলমহালটি ইজারা দিলে প্রকৃত জেলেরা বিপাকে পড়েন। বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় প্রভাবশালীরা প্রশাসনকে ম্যানেজ করার মধ্যদিয়ে জেলেদের বঞ্চিত করে নিজেদের নামে জলামহালটি ইজারা নেয়।

বক্তারা আরও বলেন, জলমহাল আইন অনুযায়ি শুধুমাত্র প্রকৃত জেলেদের জলমহাল ইজারা দেয়ার নিয়ম থাকলেও ছাগলকাটি জলমহালের ক্ষেত্রে কর্তৃপক্ষ সেই নিয়ম অমান্য করেছে। যারফলে প্রকৃত জেলেরা মাছ শিকার করতে না পারায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

বক্তারা অবিলম্বে বাজারপাড়া মৎস্যজীবি সমিতির ইজারা বাতিল করে গারখান ছাগলকাটি জলমহাল ভবানীপুর মৎস্যজীবি সমিতির নামে ইজারা দেয়ার দাবি জানান। পরে তারা গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

(এইচআইবি/এএস/জুন ১৮, ২০১৭)