হেদায়েতুল ইসলাম বাবু, গাইবান্ধা : টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি- সনাক ও গাইবান্ধা পৌরসভার যৌথ আয়োজনে রবিবার দুপুরে গাইবান্ধা পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের ৭৮ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

সনাক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর, টিআইবি ও সনাক সদস্য, স্বজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও পৌর এলাকার জনগণ।

উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে জনগণের মুখোমুখি প্রশ্নোত্তর পর্বে পৌরসভার সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল পরিস্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাটের উন্নয়ন, শিশু পার্কের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বাজেট বণ্টন, নারী উন্নয়নে পৃথক বাজেট বরাদ্দ, শহরের আধুনিকায়ন, পানির সমস্যাসহ জনগণের বিভিন্ন সমস্যার বিষয়ে। পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তরে পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বিভিন্ন ক্ষেত্রে তার সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। এছাড়া পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত পৌরবাসীকে নিয়মিত কর ও পানির বিল পরিশোধ করে সামগ্রিকভাবে পৌরসভার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।

গাইবান্ধা পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয় মোট বাজেটের পরিমাণ রাজস্ব ও উন্নয়ন খাতে ৭৮ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। অপরদিকে ব্যয় হিসেবে ধরা হয়েছে ৭৮ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫ লাখ ৯৬ হাজার টাকা। পৌর মেয়র এর পক্ষে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা জনসম্মুখে এ বাজেট তুলে ধরেন।

(এইচআইবি/এএস/জুন ১৮, ২০১৭)