বেরোবি প্রতিনিধি : বছর ঘুরে আবারও আসছে ঈদ। আর ঈদের এ আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে দুস্থ পরিবারে নতুন কাপড়, ঈদ সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত দিনের সন্ধানে (আদিস)।

রবিবার বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এসব বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী এবং নগদ অর্থ প্রদানের সময় আদিসের উপদেষ্টা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এটিএম জিন্নাতুল বাশার এবং বিশেষ অতিথি হিসেবে একই বিভাগের শিক্ষক শাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সংগঠনটি পথশিশুদের শিক্ষাদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন দুর্যোগে মানুষের সাহায্যে কাজ করে আসছে।

(ওএস/এসপি/জুন ১৯, ২০১৭)