গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ। শেখ হাসিনার সরকার-উন্নয়নের সরকার। এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতায়ন ও কৃষকের যন্ত্রপাতি বিতরনের শুভ উদ্বোধন করেন গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সাবেক সফল বস্ত্র প্রতিমন্ত্রী আ খ  ম জাহাঙ্গীর হোসাইন এমপি।

মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ান বাজার ও মানিকচাঁদ গ্রামে এমপি মহোদয় এ উদ্বোধন করেন। এমপি তাঁর বক্তব্যে বলেন শেখ হাসিনার সরকার-উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দিবেন। কেউ বিদ্যুৎ বিহীন থাকবেন না। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। আর ২০১৪১ সালের মধ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে।

এ মিশনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্য সৃষ্টি কারীদের প্রতিহত করা ও জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমন করার জন্য আপনারা সর্বদা সজাগ থাকবেন। পরে এমপি মহোদয় দুপুর ১২ টায় উপজেলা অডিটরিয়ামে খামার যান্ত্রিকী করণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষি প্রকল্পের আওতায় সত্তর ভাগ ভর্তুকী মূল্যে নির্বাচিত কৃষকের যন্ত্রপাতি বিতরণের শুভ উদ্বোধন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে, সহ-সভাপতি হাজী মু. মজিবুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম বাবু সঞ্জিব মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আ. মন্নান, রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খাঁন, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও এমপি মহোদয়ের ব্যক্তিগত বিশেষ সহকারী এ্যাড. সঞ্জয় কুমার দাস, গলাচিপা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. মাজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

(এসডি/এএস/জুন ২০, ২০১৭)