আন্তর্জাতিক ডেস্ক : নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ের রনডেম শহর। এ শহরে এবার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ২১ ঘণ্টা ৫৫ মিনিট রোজা হবে। শহরটিতে সেহরি শেষ হবে রাত ১টা ৩৯ মিনিটে। ইফতারি হবে সন্ধ্যা ১১টা ৩৪ মিনিটে। ইফতারি আর সেহরির সময়ের ব্যবধান মাত্র দুই ঘণ্টার। বাকি সময়টা রোজা রাখার। খবর: গালফ নিউজ।

রনডেম শহরের পর আছে দেশটির আরেকটি শহর হারস্টেড। সেখানে রোজার সময় ২১ ঘণ্টা ৩৬ মিনিট। ফজর হবে রাত ১টা ৫১ মিনিটে এবং মাগরিব সন্ধ্যা ১১টা ২৭ মিনিটে। যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যাকোযার্গ শহরে রোজা হবে ২০ ঘণ্টা ৪৫ মিনিট। এখানে সেহরির শেষ সময় রাত ২টা ৫৫ মিনিটে আর ইফতারি সন্ধ্যা ১১টা ৪০ মিনিটে। রোজার সময়ের ব্যাপ্তির তালিকায় তারপরের অবস্থানে আছে রাশিয়ার সেন্ট পিটারসবার্গ। এ এলাকায় রোজা হবে ২০ ঘণ্টা ১৪ মিনিট। ফজর শুরু রাত ৩টা ১০ মিনিটে। মাগরিব সন্ধ্যা ১১টা ২৪ মিনিটে। লন্ডনে রোজা হবে ১৮ ঘণ্টা ৫ মিনিট। ফজর রাত সোয়া ৩টায় এবং মাগরিব সন্ধ্যা ৯টা ২১ মিনিট।

(ওএস/এইচআর/জুন ২৪, ২০১৪)