স্টাফ রিপোর্টার : ঈদের পরেই সরকারের সঙ্গে ফয়সালা হবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই ফয়সালা হবে গণতন্ত্রের এবং সহায়ক সরকার প্রতিষ্ঠার।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের উপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে এখন গুণ্ডাদের শাসন চলছে, গুণ্ডাতন্ত্র চলছে। আইনের শাসন বলে কিছু নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দের উপর আক্রামণেই তাদের (আ.লীগের) অতীত চরিত্রের বহি:প্রকাশ ঘটেছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিশোধ নেয়া হবে আগামী দিনে সহায়ক সরকার প্রতিষ্ঠা করে ২০ দলীয় জোটকে ক্ষমতায় বসানোর মাধ্যমে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে।

সরকারের উদ্দেশ্য বিএনপির এই নেতা বলেন, যত চেষ্টা আর বিএনপির নেতৃবৃন্দের উপর ভয়ভীতি প্রদর্শন করুন না কেন ক্ষমতায় আপনারা আর থাকতে পারবেন না। তারা (আ.লীগ) ভাল করেই জেনে গেছে প্রতিবেশী দেশ সহ-ইউরোপীয় ইউনিয়ন তাদের সাথে নেই। ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়েই তারা বিএনপির নেতৃবৃন্দের উপর হামলা করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে তিনি বলেন, সময় থাকতে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আলোচনা শুরু করেন। ব্যর্থ হলে আপনাকে আন্দোলনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্দোলন প্রিয় অতীতে তারা অনেকবার প্রমাণ দেখিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা যখন আবার ঝাঁপিয়ে পড়বে তখন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।

আয়োজক সংগঠনের সভাপতি এ্যাড.সৈয়দ এহসানুল হুঁদার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের মহাসচিব রফিকুল ইসলাম, বিএনপি নেতা এম জাহাঙ্গীর আলম ও কাদের সিদ্দিকী প্রমুখ।

(ওএস/এসপি/জুন ২১, ২০১৭)