অভিজিৎ রাহুল বেপারী, পিরোজপুর : পিরোজপুরে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৭ উপলক্ষে  টাউন হল এ্যাকটিভিশন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য দেশ জুরে সম্ভাবনাময় তারুণ্যেদিপ্ত যোগ্য নেতৃত্বের খোঁজে বেরিয়ে পরেছে ইয়াং বাংলা।

“রক্তে তোমার তুফান হায় পৃথিবী তোমার অপেক্ষায়.. তোমার জয় বাংলার জয়” এই স্লোগানে ২০১৫ সালের ধারাবাহিকতায়, এ বছরের অক্টোবরে দ্বিতীয়বারের মতো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আয়োজন করতে যাচ্ছে ইয়াং বাংলা। এর প্রস্তুতির অংশ হিসেবে দেশের ৫৬টি জেলায় টাউনহল অ্যাক্টিভেশন এবং ৮টি বিভাগের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস অ্যাক্টিভেশনের অংশ হিসেবে মংগলবার, ২০ জুন ২০১৭ তারিখে পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্ত্বরে পিরোজপুরের টাউন হল এ্যাকটিভিশন সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা তরুণ নেতৃত্বের প্রায় ২০ টি সামাজিক সংগঠনের প্রতিনিধিরাসহ প্রায় ৫ শতাধিক তরুণ এতে অংশ নেয়। এ্যাকটিভিশনের মূল উদ্দেশ্য ইয়াং বাংলার নেটওয়ার্ক সম্প্রসারণ, বিশেষ করে পিরোজপুরের বিভিন্ন প্রান্তে তরুণ নেতৃত্বের যেসব সংগঠন সমাজ উন্নয়ন, ক্রীড়া ও সাস্কৃতিক ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখছে, তাদেরকে ইয়াং বাংলার সাথে যুক্ত করা। আর শোনা হয় বিভিন্ন তারুণ্যের জয় বাংলার গল্প। এসময় উপস্থিত ছিলেন ইয়াং বাংলা পিরোজপুর জেলার টীম লিডার অভিজিৎ রাহুল বেপারী, স্বেচ্ছাসেবক কমলেশ হালদার, অভিরাজ রায় লিটন, সুমন ঘরামী, আবিদা রিমি, চন্দ্রিকা মন্ডল, মাহির দাইয়ান, অভিরুজ্জামান অভিক, আবদুল্লাহ আল জোবায়ের, অনিক রায়, অনিক হালদার সহ পিরোজপুর জেলার উদ্যমী তরুনরা।

এবার অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে ইয়াং বাংলার ওয়েবসাইট www.youngbangla.org-এ গিয়ে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট, ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন পোর্টালটি ১৬ মে থেকে ১৫ জুলাই ২০১৭ পর্যন্ত খোলা থাকবে। ২০১৪ সালে নভেম্বরে আত্মপ্রকাশ করে বাংলাদেশে তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। যেসব তরুণ নেতৃত্বের সংগঠন সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে, তাদের জাতীয় উন্নয়নের ধারায় সংযুক্ত করে ইয়াং বাংলা। ২০১৫ সালে ৩০টি সংগঠনকে দেয়া হয় প্রথম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। আরো ৩০টি সংগঠন পায় বিশেষ স্বীকৃতি।

(ওএস/এএস/জুন ২১, ২০১৭