মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী বাজারের একটি গোডাউন থেকে ১৫৭ বস্তা চোরাই চাউল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চাউল উদ্ধার করা হয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন জানান, নওগাঁ জেলার মৌ এগ্রো অটো রাউচ মিলের ৩৫০ বস্তা চাউল একটি কাভার্ডভ্যানে করে চট্টগ্রামের পাহাড়তলীর এক ব্যাবসায়ীর কাছে পাঠানো হয়। বগুড়ার সান্তাহার থেকে চালক ইব্রাহিম চাউল ভর্তি কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যান।

এরপর কাভার্ডভ্যানসহ ৬৫ বস্তা চাউল যশোর থেকে উদ্ধার করা হয় এবং একই সূত্র ধরে বুনাগাতী বাজারের মো. ইমরান হোসেনের ভাড়া করা গোডাউন থেকে ১৫৭ বস্তা চাউল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ইমরান পালিয়ে যান।

গোডাউন মালিক বুনাগাতী নিবাসী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নূর ইসলাম জানান, গত ১৪ জুন হাটবাড়িয়ার ইমরান হোসেন তার গোডাউনটি ভাড়া নেন।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

(ওএস/এএস/জুন ২১, ২০১৭)