রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতা -কর্মীরা। বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে শুরু হয়। মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেইট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। আটককৃতরা হলেন ইসলামী স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো: মেহেদী হাসান ও এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ২য় বর্ষের ছাত্র মো: আমিনুর রহমান।
উল্লেখ্য, গত ১৬ জুন, ২০১৪ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা রাসেল মাহমুদের পা কেটে বিচ্ছিন্ন করে দেয় ছাত্রলীগের কর্মীরা। আর ছাত্রলীগের বর্বরোচিত এ হামলার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।

এ ঘটনার পর ক্যাম্পাসের সকল গেইট সংকুচিত করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে।

(ওএস/জেএ/জুন ২৪, ২০১৪)