যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় আগরতলা-ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী পরিবহনের সঙ্গে বেনাপোল স্থল বন্দরের একটি পাজেরো গাড়ির সংঘর্ষে বেনাপোল স্থল বন্দরের গাড়িচালক নিহত হয়েছেন। এতে বন্দরের উপ-পরিচালক ও এক আনসার সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বেনাপোল বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার শ্যামলাগাছি নামক স্থানে বেনাপোলমুখি মেত্রী পরিবহনের সঙ্গে স্থল বন্দরের পাজেরো গাড়ির সংঘর্ষ হয়। এতে পাজেরো গাড়ির চালক জাহিদুল ইসলাম নিহত এবং স্থল বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও আনসার সদস্য সাইদুর রহমান আহত হয়েছেন।

খবর পেয়ে নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেত্রী পরিবহন ও বন্দরের গাড়িটি উদ্ধার করা হয়েছে। পরিবহনের চালককে আটক করা হয়েছে। আহত দুইজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এসপি/জুন ২২, ২০১৭)