তথ্যপ্রযুক্তি ডেস্ক : বৈজ্ঞানিক কল্পকাহিনী বা ফ্যান্টাসি সিনেমাতেই এতদিন উড়ন্ত গাড়ির দেখা মিলেছে। তবে নেদারল্যান্ডসের কোম্পানি ‘পার্সোনাল এয়ার অ্যান্ড ল্যান্ড ভেহিকল (পিএএল-ভি)’ কল্পনাকে বাস্তবে রুপ দিতে যাচ্ছে। আগামী  বছরের শেষ দিকে বাজারে আসতে পারে পিএএল-ভি’র তৈরী উড়ন্ত গাড়ির প্রথম কিস্তি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পিএএল-ভি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই বাণিজ্যিক ভাবে উড়ন্ত গাড়ি বানানোর সব প্রক্রিয়া শেষ হয়েছে। এ বছরের অক্টোবর থেকেই তারা গাড়ি নির্মানে হাত দেবে। কোম্পানিটি আশা করছে তাদের প্রথম গাড়িটি ২০১৮ সালের শেষদিকে ক্রেতাদের হাতে তুলে দিতে পারবেন।

তিন চাকার ‘গাইরোকপ্টার’ টাইপ এই গাড়িটিতে একসঙ্গে বড়জোর দু-জন উঠতে পারবেন। গাড়ির উপরের অংশে হেলিকপ্টারের মতো পাখা থাকবে। তবে রাস্তায় চলার সময় পাখা গুটিয়ে রাখা যাবে।

গাড়িটির চালকের শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলে চলবে না। একই সঙ্গে পাইলট লাইসেন্সও থাকতে হবে।

পিএএল-ভি’র চিফ মার্কেটিং অফিসার মার্কাস হেস বলেন, ১০০ হর্সপাওয়ার ইঞ্জিনের এই উড়ন্ত গাড়ি সাধারণ পেট্রোলেই চলবে। রাস্তায় সর্বাধিক ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে সক্ষম এবং আকাশে সাড়ে ৩ হাজার মিটার উঁচু দিয়ে চলতে পারবে এটি।

কোম্পানির লক্ষ্য, ২০১৯-এর মধ্যেই ৫০ থেকে ১০০ গাড়ি বাজারে আনা। প্রথম কিস্তির প্রতিটি গাড়ির দাম হতে পারে ৬ লাখ ডলারের মতো।

(ওএস/এসপি/জুন ২২, ২০১৭)