ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে অসহায় দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেছে উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দল। দুপুরে উপজেলা মঠবাড়ী ইউনিয়নের বন্যা কবলিত কুড়াগাছা গ্রামের অসহায় দুস্থ ৫০টি পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যদের উপস্থিত ত্রিশাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আতাউর রহমান শামীম , মঠবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাক আহম্মেদ সোহেল, উপজেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের সরকারি নজরুল কলেজ যুগ্ম আহবায়ক মোঃ আবির হাসান সোহাগ, উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আজাহার উদ্দিন মন্ডল, তাঁতীদলের নেতা মোঃ বিল্লাল হোসেন, হযরত আলী, মাজাহারুল ইসলাম প্রমুখ।

উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটনের নির্দেশে আমরা উপজেলার প্রতিটা ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করেছি।

(এমএন/এএস/জুন ২২, ২০১৭)