লক্ষ্মীপুর প্রতিনিধি : রায়পুর উপজেলা ছাত্রলীগের উদ্যেগে সুবিধাবঞ্চিত প্রায় ১২০ জন পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতির পক্ষ থেকে পৌর শহরের শিশুদের মাঝে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদত সম্পাদক তারেক আজিজ জনি এ পোষাক বিতরণ করে। এসময় ঈদের নতুন পোষাক পেয়ে এসব শিশুরা আনন্দে মেতে উঠে। এতে উপস্থিতি ছিলেন ৭নং ইউনিয়নর ছাত্রলীগের সভাপতি নুর নবী সুজন, সম্পাদক মিজান পারভেজ সিংহা, ছাত্রলীগ নেতা গনি সর্দার, জুটন সর্দার, জাহিদ, রাজু ও জাহাঙ্গীর।

উপজেলা ছাত্রলীগের নেতা তারেক আজিজ জনি জানান, ঈদে তাদের মা-বাবারা ওই শিশুদের নতুন জামা কিনে দিতে না পারায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ভাইরে পক্ষ থেকে পৌর শহরের ১২০জন সুবিধাবঞ্চিত, দারিদ্র পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ঈদের নতুন পোশাক পেয়ে তারা অনেক আনন্দিত। জনি আরও বলেন, ওদের অনেকেই কাজের ফাকে লেখা-পড়া করছে। ছাত্রলীগেরমত যদি সমাজের বিত্তবানরা তাদের সহায়তা এগিয়ে আসতো, তাহলে সমাজের ঝড়েপড়া অনেকেই ঈদের আনন্দে আলোকিত হয়ে উঠত।

(এমআরএস/এএস/জুন ২৩, ২০১৭)