স্টাফ রিপোর্টার : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরেুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় আজ মঙ্গলবার হচ্ছে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একইসঙ্গে নিজামীর সুস্থতার প্রতিবেদন দ্রুত জানাতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে, আসামির অনুপস্থিতিতে রায় দেওয়া যুক্তিসংগত মনে হচ্ছে না। তিনটি কারণে শুধু আসামির অনুপস্থিতিতে রায় দেওয়া যেতে পারে। কারণগুলো হল- আসামি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, জামিন নিয়ে পলাতক থাকলে এবং আদালতে আসতে অস্বীকার করলে। এ তিনটি কারণ বাদে আসামির অনুপস্থিতিতে ট্র্রাইব্যুনাল রায় ঘোষণা করতে পারে না।

আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। সোমবার রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ চিঠি দেয়। এ কারণে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল।

(ওএস/এইচআর/জুন ২৪, ২০১৪)