আন্তর্জাতিক ডেস্ক : সঙ্কট সমাধানে কাতারের গণমাধ্যম আল-জাজিরা বন্ধ করার দাবি তুলেছে সৌদিসহ চার প্রতিবেশী। সেইসঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাসসহ মোট ১৩টি দাবি জানিয়ে কাতারের কাছে একটি তালিকা পাঠিয়েছে চার আরব রাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

ওই চার দেশের কোনো একটির একজন কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, কুয়েতের মাধ্যমে ওই তালিকা কাতারে পাঠানো হয়েছে।

সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের পাঠানো ওই তালিকায় ১৩টি দাবি জানানো হয়েছে। যার মধ্যে আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ছাড়াও কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়া এবং দেশটিতে অবস্থান করা ওই চার দেশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের হস্তান্তরের দাবিও জানানো হয়েছে।

দাবি মেনে নেওয়ার জন্য কাতারকে ১০দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা। বেধে দেয়া সময় পেরিয়ে গেলে এ তালিকা ‘বাতিল হয়ে যাবে বলে ঘোষনা করা হয়েছে।

‘সন্ত্রাসবাদের মদদদাতা’ এ অভিযোগে গত ৫ জুন প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিশর কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।

এরপর আরব দেশগুলোর মধ্যে চলমান সঙ্কট সমাধানে কুয়েত মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয়।

(ওএস/এসপি/জুন ২৩, ২০১৭)