তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ‘পেরিস্কোপ লাইভ ভিডিও’ বাটনটি সবার জন্য উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এই বাটন ব্যবহার করে রিয়েল-টাইম ভিডিও সম্প্রচার করতে পারবেন টুইটার ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোনে ব্যবহৃত টুইটার অ্যাপে এই সুবিধা পাওয়া যাবে।

তবে নতুন খবর হলো, এই সুবিধাটির মাধ্যমে আয় করা সম্ভব।

যারা পেরিস্কোপ লাইভ ভিডিও দেখবেন তাদের মাধ্যমে এই আয় করবেন যিনি ভিডিও লাইভ করবেন তিনি। অর্থাৎ, যখন কোনো ব্রডকাস্টার তাদের ভিডিও লাইভ করবেন তখন দর্শকরা বিভিন্ন ধরনের ‘হার্ট’ চিহ্ন উপহার দিতে পারবেন তাদের। তবে এরজন্য অবশ্য দর্শকদের গুগল-প্লে স্টোর থেকে হার্টের ওই চিহ্ন কিনতে হবে।

কোনো ব্রডকাস্টার যখন ১৭৫ ডলার সমপরিমান হার্ট চিহ্ন পাবেন, তখন তিনি সে অর্থ উঠাতে পারবেন।

এই সুবিধা এখন শুধু যুক্তরাষ্ট্রেই পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে সব দেশেই এ সুবিধা উন্মুক্ত হবে।


(ওএস/এসপি/জুন ২৩, ২০১৭)