নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, সদস্য তারেক শামস হিমু, আওয়ামী লীগ নেতা কালাচাঁদ পোদ্দার প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুস সবুর।


(আরকেএসআর/এসপি/জুন ২৩, ২০১৭)