দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দির গৌরীপুরে ২২ জুন বৃহস্পতিবার দুস্থদের মাঝে সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার গৌরীপুরে আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পেন্নাই গ্রামের দুবাই প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেনের উদ্যোগে এই সেলাই মেশিন ও ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগণ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পেন্নাই হাজী বাড়িতে এলাকার গরীবদের মাঝে সেলাই মেশিন, রিকশা, বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, ইন্সপেক্টর রনজন কুমার ঘোষ, প্রফেসর আবদুর রব, সংযুক্ত আরব আমিরাত যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল হক , দুবাই ওয়েলফেয়ার সোসাইটির বৃহত্তর কুমিল্লার সাংগঠনিক সম্পাদক মোঃ নুর নবী ভূঁইয়া ও হাজী মোঃ জাকির হোসেন প্রমুখ।

(এএকে/এএস/জুন ২৩, ২০১৭)