শেরপুর প্রতিনিধি : ঈদের অনাবিল আনন্দ ও খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে গরীব-দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী বিতরন করেছে শেরপুর জেলা পুলিশ। আজ ২৩ শে জুন শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে জেলা পুলিশ অফিস চত্বরে পুলিশ সুপার মো. রফিকুল হাসান গণি এসব শাড়ী বিতরন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিদর্শক মো. নজরুল ইসলাম, ওসি (ডিবি) পরিদর্শক মো. কামরুজ্জামান তালুকদার ও স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদের নতুন শাড়ী পেয়ে দারুণ খুশী শহরের নবীনগর এলাকার বিধবা শরুফা বেওয়া (৫৩)। তিনি বলেন, এই শাড়ী পইরা আমি নামাজ পড়মু, আর পুলিশ ভাইগরে নাইগ্গা দোয়া করমু আল্লায় যেন তাগোরে ভালাই ভালাই কাজ-কাম করার তৌফিক দেয়।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, শেরপুরে কর্মরত পুলিশ সদস্যদের নিজেদের একদিনের বেতনের অংশ দিয়ে কেনা ঈদ বস্ত্র এদিন ৩০০ গরীব-দুস্থ মানুষের মাঝে বিতরন করা হয়।

(এইচবি/এসপি/জুন ২৩, ২০১৭)