যশোর প্রতিনিধি : যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে গোবিন্দ (১৫) নামের এক বন্দি গ্রিলের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গোবিন্দ রাজশাহীর তানোর উপজেলার তাঁতিহাটি হাটখোলা পাড়ার সুনীল সরেনের ছেলে। একটি মারপিটের মামলায় রাজশাহীর আদালত তাকে গত ১৪ জুন যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায়।

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের বারান্দার জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় গোবিন্দ। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। গত ১৪ জুন রাজশাহী থেকে তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। রাজশাহীর তানোরে একটি মারামারি মামলার আসামি ছিল গোবিন্দ।

শারীরিকভাবে দুর্বল গোবিন্দ নতুন বন্দি হওয়ায় তার সঙ্গে অন্যদের তেমন গভীর সম্পর্ক হয়ে ওঠেনি। সব সময় মন খরাপ করে থাকতো সে। পরিবারের লোকজনের সঙ্গে কয়েকদিন আগে কথা বলেছে। পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়, তিন মাসের আগে তার জামিন সম্ভব নয়। এই সব নিয়ে ছেলেটি হতাশ ছিল। হতাশা থেকেই ছেলেটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন।

(ওএস/এসপি/জুন ২৩, ২০১৭)