স্টাফ রিপোর্টার : নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর ঢাকা ছেড়েছে রংপুরগামী রংপুর এক্সপ্রেস। টানা এ বিলম্বের কারণে চরম ভোগান্তিতে পড়েন এ ট্রেনের যাত্রীরা। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে ট্রেনটি।

কমলাপুরের রেলওয়ে স্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, রংপুর এক্সপ্রেস গতকাল কমলাপুর থেকে দেরিতে ছেড়ে গেছে, তাই আজ ঢাকায় ফিরতেও দেরি হয়েছে। সম্ভাব্য সময় ১২ টা ৪০ মিনিট হলেও এ সময়ের পরে ২টা ১৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়েছে ট্রেনটি।

এদিকে রোজা রেখে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ শেষে গন্তব্যের উদ্দেশে রওনা হতে পেরে চোখে মুখে বিরাজ করছিল খুশির আভা।

তারা বলছেন, টানা ৬-৭ ঘণ্টা স্টেশনে বসে থেকেও অবশেষে ট্রেনে উঠতে পেরেছি। এখন যেতে পারলেই হয়। বাড়িতে পৌঁছার পর এ অপেক্ষার ভোগান্তি আর মনে থাকবে না।

এর আগে নির্ধারিত সময়ের ৫-৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেন না আসায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।

(ওএস/এসপি/জুন ২৪, ২০১৭)