মদন  (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে কর্মসৃজন কর্মসূচির দুই ইউনিয়নের ৩শত ৯৪ জন শ্রমিক ঈদের আগে বিল উত্তোলন করতে না পাড়ায় তাদের পরিবার গুলো পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।

৬ মে থেকে দ্বিতীয় পর্যায়ের কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু করা হয়। এর মধ্যে ৬ ইউনিয়নের শ্রমিকরা ঈদের আগে বিল পেলেও মাঘান ও ফতেপুর ইউনিয়নে কর্মরত শ্রমিকদের বিল যথাসময়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে জমা না দেয়ায় ঈদের আগে তাদের বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে প্রকল্প অফিস সূত্রে জানা যায়।

মাঘান ও ফতেপুর ইউপি চেয়ারম্যান জানান,জুন মাসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এ কর্মসূচির বিল যথা সময়ে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া সম্ভব হয়নি। ঈদের পরেই তাদের বিল পেয়ে যাবে।

ফতেপুর ইউনিয়ন ট্যাগ অফিসার হুমায়ন কবির বলেন, বিল প্রস্তুত করার দায়িত্ব আমার নয়। আমার কাছে বিল নিয়ে আসলে স্বাক্ষর করে দিব।

মাঘান ট্যাগ অফিসার খায়রুল আলম কে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ কাজের তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান বলেন, সংশ্লিষ্টদের অবহেলার কারণেই তাদের বিল হচ্ছে না।

ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান,আমরা সংশ্লিষ্ট শ্রমিকদের বিল অনুমোদন দিয়েছি এবং ব্যাংকে প্রেরণ করেছি।


(এএমএ/এসপি/জুন ২৪, ২০১৭)