নারায়ণগঞ্জ প্রতিনিধি : রংপুরে ট্রাক খাদে পড়ে ১৬ জন নিহতের ঘটনাকে সামনে রেখে যানবাহনের ছাদ বা ট্রাকে করে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে পুলিশ প্রধান। তিনি বলেন, ‘নিজের নিরাপত্তা নিজের বিধান করতে হবে। অল্প কিছু টাকা বা সময় বাঁচানোর জন্য বাস, ট্রাক, ট্রেন, লঞ্চের ছাদে চড়ে নিজের জীবন বিপন্ন করবেন না।’

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের কাচঁপুরে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের ওয়াচ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এ কথা বলেন। রংপুরে ট্রাক উল্টে ১৬ যাত্রী নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। প্রত্যেক নাগরিককে এই বিষয়টি চিন্তা করতে হবে।’

পুলিশ প্রধান বলেন, ‘ঈদের আগে বা পরের সময় যখন রাস্তা কিছুটা ফ্রি থাকে, তখন দুর্ঘটনা বেড়ে যায়। দ্রুত বাড়ি যাওয়ার জন্য গাড়ির ছাদে ও মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন করে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা টার্মিনাল বা স্ট্যান্ডিং পয়েন্টে চেষ্টা করি। কিন্তু পথে বিভিন্ন পয়েন্টে ড্রাইভার অতিরিক্ত টাকার জন্য যাত্রী তোলে। খালি ট্রাক নিয়ে ড্রাইভার ঘুরে যাত্রী তোলার জন্য। যেখানে আমাদের নজরে আসে, আমরা বন্ধ করি।’

ঈদে শহর ছেড়ে যাওয়া মানুষের বাড়ি ঘরের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ঢাকার শহরের বড় বড় আবাসিক ও বাণিজ্যিক ভবনে সিসি ক্যামেরা ও নিজস্ব সিকিউরিটি আছে। পুলিশ বিশেষ ব্যবস্থায় চেকপোস্ট, মোবাইল টিম, পেট্রল টিমসহ ব্যক্তিগত ও এরিয়া সিকিউরিটির সাথে সমন্বয় করে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।’

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সৃুপার ফারুক হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/জুন ২৪, ২০১৭)