হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে আগামীকাল ২৫ জুন সকাল থেকে পৌর শহরসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বরাদ্ধকৃত ভিজিএফ এর আওতায় হতদরিদ্র জনসাধারণকে দশ কেজি চাল অথবা সোয়াতের কেজি গম বিতরণ করা হবে।

জানা যায়, ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় ভিজিএফ’র চাল বিতরণ করা না হলেও হালুয়াঘাট উপজেলায় পর্যাপ্ত মুজুদ থাকায় একমাত্র হালুয়াঘাট উপজেলায় ভিজিএফ’র চাল বিতরণ করা হবে আগামীকাল রবিবার সকাল থেকে। ঈদ উপলক্ষ্যে অত্র উপজেলায় একপঞ্চাশ হাজার ছয় শত পয়তাল্লিশ জন সুবিধাভূগীদের মাঝে দশ কেজি চাল অথবা সোয়াতের কেজি গম বিতরণ করা হবে। অত্র উপজেলায় ৪৭৯মেট্রিক টন চাল ও ৭০ মেট্রিক টন গম সরকার কর্তৃক বরাদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকরি হোসেন বলেন, রবিবার সকাল থেকে পৌর শহওে ১৫৪০ জন এবং উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সকাল থেকে ৫১ হাজার ৬৪৫ জন সুবিধাভূগীকে সরকার কর্তৃক বরাদ্ধকৃত সর্বমোট ৪৭৯ মেট্রিকটন চাল ও ৭০ মেট্রিকটন গম, জনপ্রতি ১০ কেজি চাল ও সোয়াতের কেজি গম বিতরণ করা হবে। তিনি আরও জানান, অত্র উপজেলায় পর্যাপ্ত খাদ্য মুজুদ থাকায় ভিজিএফ’র চাল বিতরণ করা সম্ভব হচ্ছে।

(জেসিজি/এএস/জুন ২৪, ২০১৭)