আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বাহাওয়ালপুর শহরে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে। বহু মানুষ মারাত্মকভাবে আগুনে পুড়ে আহত হয়েছে।

লিক হয়ে যাওয়া ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহের সময় ওই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা। প্রাথমিকভাবে জানা গেছে, তেলের ওই ট্যাংকারটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, ট্যাংকার উল্টে যাওয়ার সময় আশেপাশে বেশ কয়েকজন ধুমপান করছিলেন। তাদের ছুড়ে ফেলা সিগারেট থেকেই ট্যাংকারে আগুন ধরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ওএস/এএস/জুন ২৫, ২০১৭)