পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার ও লেখক সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল । তিনি বলেন, মফস্বলের সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে  দেশে ও জাতির অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে ।

সাংবাদিকতা একটি পবিত্র পেশা এ মান ও সম্মান রাষ্ট্রের সর্বোচ্চ সমাদৃত একটি পেশা। কিছু অসৎ ও হলুদ সাংবাদিকের কারণে সাংবাদিক সমাজ কলুষিত হচ্ছে। এদের থেকে সাবধান থাকার জন্য দেশবাসীকে অনুরোধ জানান তিনি।

সোমবার পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে পটিয়া প্রেক্লাবের সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট গীতিকার ও সুরকার আবদুল গফুর হালী, শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণ পদক প্রাপ্ত ও বিশিষ্ট শিল্পপতি লোকমান হাকিম।

অন্যান্য অতিথির মধ্যে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও হাইদগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা ওয়াহিদুল আলম, মৎস্য কর্মকর্তা আনিসুজ্জামান, প্রেস ক্লাব সিনিয়র সহসভাপতি আবেদুজ্জমান আমেরী, সহ সভাপতি নজরুল ইসলাম ও আহমদ উল্লাহ, সাধারন সম্পাদক এসকেএম নুর হোসেন, যুগ্মসম্পাদক মফিজুল ইসলাম চৌ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, অর্থ সম্পাদক তাপস দে আকাশ, দক্ষিণ জেলা জাসদের সভাপতি প্রবীণ রাজনৈতিক নেতা আহমদ নুর, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাষ্টার, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, বাসদ নেতা স. ম ইউনুচ, সিপিব’র সাধারণ সম্পাদক পুলক কুমার দাশ, সিপিবি নেতা শ্যামল দে, পৌরসভা জামায়াতের আমীর মোজাফফর আহমদ, জেলা গণতন্ত্রী পার্টির নেতা যুগল সরকার, উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক আকতার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অরুণ কুমার মিত্র, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, উপজেলা স্কাউট সম্পাদক পীযুষ দে, প্রাথমিক শিক্ষক সমিতির সভানেত্রী শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বাবুল, জেলা মহিলা পরিষদের নেত্রী নিলুফার জাহান বেবী।

আরো বক্তব্য রাখেন, ব্যবসায়ি নেতা সাইফুল আলম বালি, শুক্কুর সওদাগর, বাপন ধর, মেম্বার সমিতির সাবেক সভাপতি জাফর আহমদ বুলু, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক আশীষ গোস্বামী, সদস্য শিমূল ধর, উপজেলা যুবদলের সভাপতি শাহ আলম চৌধুরী, পটিয়া গৌরব সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিত দাশ, চন্দনাইশ সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাতকানিয়া রিপোর্টাস ইউনিট সভাপতি বেলাল হোছাসাইন , ডা. পুলক কুমার আইচ, পটিয়া হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম জনি, রবিউল হোসাইন, ছাত্রদল নেতা আবদুল মোমেন প্রমূখ

(এনআই/জেএ/জুন ২৪, ২০১৪)