আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা গ্রহণের পর মুসলিম বিরোধী অবস্থানে থাকলেও পবিত্র ঈদ-উল-ফিতরে শুভেচ্ছা বাণী দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বিবৃতিতে ফার্স্ট লেডি মেলানিয়াকে সঙ্গে নিয়ে মুসলিম নাগরিকদের উষ্ণ শুভেচ্ছা জানান ট্রাম্প।

ইসলাম নিয়ে ট্রাম্পের মনোভাব বিশ্ববাসী জেনে থাকলেও শুভেচ্ছা বাণীতে অবশ্য সেসবের ছাপ ছিল না। ট্রাম্প বিবৃতিতে বলেন, “পবিত্র রমজানে বিশ্বের সকল মুসলমানের মতো মার্কিন ইসলামপন্থীরাও ধর্মীয় অনুশাসন ও সেবার কাজে নিয়োজিত ছিল। স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী তারা উৎসব পালন করছেন।”

বিবৃতিতে মেলানিয়ার পক্ষ থেকে ট্রাম্প আরও বলেন, “ক্ষমা, সংযম ও অপরের কল্যাণ কামনায় রমজানে নিয়োজিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষের মতো আমরাও এই মূল্যবোধ সমুন্নত রাখার ব্যাপারে অঙ্গীকার করছি।”

মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা বাণী দিলেও তার সরকার এবার হোয়াইট হাউজে দীর্ঘদিন ধরে চালু থাকা ইফতার পার্টির আয়োজন করেনি। বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকাকালে প্রতি বছর ইফতার পার্টির আয়োজন করে আসছিলো হোয়াইট হাউজ। এর মাধ্যমে নানা শ্রেণীর মার্কিন মুসলিম নাগরিকদের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানোর রেওয়াজ চালু করা হয়। কিন্তু এই বছর ট্রাম্প প্রশাসন কোনো কারণ ছাড়াই ইফতার পার্টি দেওয়া থেকে বিরত থাকে।
রমজান মাস শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে রোববার ঈদ উৎযাপিত হচ্ছে।

(ওএস/অ/জুন ২৬, ২০১৭)