আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত এবং আরো একজন আহত হয়েছে। বুধবার দেশের পাহাড়ি এলাকা গাম্বিয়ারে ওই দুর্ঘটনা ঘটেছে।

টিবি-১০ টোবাগো বিমানটি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি)। শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দমকল বাহিনী জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর বিমানটি থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখেছেন। তাদের ধারণা বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বা পরে এতে আগুন ধরে থাকতে পারে।

(ওএস/এএস/জুন ২৮, ২০১৭)