স্টাফ রিপোর্টার : শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে সরকারের সমালোচনাকারীরা কখনও আর্তমানবতার সেবায় এগিয়ে আসে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রভা নাট্যাঙ্গন’ আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, যারা শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে সরকারের সমালোচনা করে তারা কখনও আর্তমানবতার সেবায় এগিয়ে আসে না। যারা সারা বছর জ্বালাও-পোড়াও করে, হত্যাকে সমর্থন করে তারা ঈদের দিনেও দুস্থদের পাশে থাকে না।

এ সময় গরীব ও দুঃস্থদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন-আমরা যেন দুস্থদের পাশে দাঁড়াই। সে অনুযায়ী আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ইসলামে আছে- অভুক্ত রেখে তোমরা নিজেরা খেও না। আমরা সেই পথ অনুসরণ করছি।

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুন ২৮, ২০১৭)