বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন থেকে মোংলার লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধারের পর পুনরায় বনে ফেরত পাঠিয়েছে বন বিভাগ। উদ্ধার করা হরিণটি করমজল পর্যটন স্পট ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ছেড়ে দেয়া হয়েছে।

করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির জানান, বুধবার সকালে উপজেলার চিলা ইউনিয়নের চিলা বাজার এলাকায় স্থানীয় লোকজন একটি চিত্রা হরিণ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে দুপুর ১২ টার দিকে চাদপাই ষ্টেশন ও করমজল থেকে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসে হরিণটি উদ্ধার করে। এর আগে স্থানীয় লোকজন হরিণটিকে ধরে চিলা বাজারের আওয়ামী লীগ অফিসে আটকে রাখে। পরে সেখান থেকে হরিণটি নিয়ে করমজলে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে চিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বর হালিম হাওলাদার বলেন, পাচারের উদ্দেশ্যে চোরা শিকারীরা হরিণটি সুন্দরবন থেকে ধরে এনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

করমজল’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, উদ্ধার হওয়া হরিণের শরীরের কোথাও কোন দড়ি/রশি দিয়ে বাধা কিংবা ফাদ পেতে শিকারের চিহ্ন পাওয়া যায়নি। এটি সুন্দরবনের পশুর নদী পার হয়ে লোকালয়ে চলে আসতে পারে। ঢাংমারী ষ্টেশন অফিসার মো: মিজানুর রহমান বলেন, হরিণ খুব দ্রুত সাতরিয়ে চলতে পারে। ধারণা করা হচ্ছে পশুর নদী পার হয়েই হরিণটি চিলা বাজারে চলে গিয়েছিল।

(একে/এএস/জুন ২৯, ২০১৭)