টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার  দিকে মাইক্রোবাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, ধনবাড়ী পৌরসভার নিজবর্ণী গ্রামের রেবা বেগম ও শাহাশন বেগম।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, জামালপুরগামী একটি মাইক্রোবাস ধনবাড়ী উপজেলার নিজবর্ণী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজন মারা যায়। নিতহ দু’মহিলাই সকালে রাস্তায় মর্নিংওয়ার্ক- এ বের হয়েছিলেন। এদিকে মাইক্রোবাসটি ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল। দুর্ঘটনার পর চালকসহ যাত্রীরা পালিয়ে যায়।

(আরকেপি/এএস/জুন ২৯, ২০১৭)