স্টাফ রিপোর্টার : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই ঈদে রাস্তায় যানজট ছিল না, যানজট ছিল শুধু বিএনপির প্রেস ব্রিফিংয়ে। ঈদে রাঙামাটি ছুটে গেছি, সেখান থেকে ঢাকায় ফিরলাম, কোনো যানজট পাইনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কাঁচপুর ব্রিজ থেকে এই দিকে (ঢাকার দিকে) যানজট একটু দেখলাম। কারণ, গাড়িগুলো এলোপাথারি রাখা, কে আগে যাবে প্রতিযোগিতা। গত ২-৩ ঈদের চাইতে এবারের ঈদে দুর্ঘটনায় নিহতও কম হয়েছে। রংপুরের ১৭ জনসহ ৪০ জন নিহত হয়েছে ঈদে। আসলে আমাদের মনমানসিকতার পরিবর্তন হতে হবে। নইলে যানজট দূর হবে না।

তিনি বলেন, আমাদের ধৈর্য কম। উল্টো দিকে গাড়ি চালিয়ে দিয়ে যানজটের সৃষ্টি করি। ভিআইপিদের এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ আইন মানছে, আমাদের আগে আইন মানা উচিত। এ সময় তিনি মেট্রোরেল, ৪ লেন রাস্তা, এলিভেটেড এক্সপ্রেস ও ফ্লাইওভারসহ যানজট নিরসনে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে এতো ‘কমিটেড ও ডাইন্যামিক’ প্রধানমন্ত্রী খুব কমই আছেন। প্রধানমন্ত্রী আমাকে পদ্মাসেতু নিয়ে কথা কম বলতে বলেছেন। আমি বলি না। তবে ঢাকায় থাকলে প্রতি শুক্রবার পদ্মাসেতু প্রকল্প পরিদর্শনে যাই। সামগ্রিকভাবে পদ্মাসেতুর নির্মাণ কাজ ৪৩ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী।

(ওএস/এএস/জুন ২৯, ২০১৭)