ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বগার বাজার চৌরাস্তা এলাকায় শুক্রবার রাস্তা পারাপারের সময় লেগুনা চাপায় বাদল (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় চাকা ব্রাষ্টে সোহাগ মিয়া(২৫) নামের একজন গুরুতর আহত হন।

তাকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়। প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা লেগুনায় অগ্নি সংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি লেগুনা চাপাদিলে ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়। প্রতিবাদে স্থানীয়রা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে রাখলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

(এমএন/এএস/জুলাই ০১, ২০১৭)