টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর হুগড়া গ্রাম থেকে রুবেল (১৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১ জুলাই) সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। রুবেল ওই গ্রামের দুখু উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল মডেল থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) সালাউদ্দিন জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন উত্তর হুগড়া রাস্তার পাশে মাটির নিচে পুতে রাখা অবস্থায় একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ২-৩দিন আগে রুবেলকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে লাশ মাটিতে পুতে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(আরকেপি/এসপি/জুলাই ০১, ২০১৭)